কাপ্তাইয়ে শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

Published: 16 Jan 2018   Tuesday   

ছাত্রছাত্রীদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা,দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে সারাদেশে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিক্রেতাবিহীন সততা ষ্টোর চালু করে দূর্নীতি দমন কমিশন। তারই ধরাবাহিকতায় ইতিমধ্যে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোরের কার্যক্রম চালু করা হয়েছে।

 

মঙ্গলবার রাঙামাটি জেলা দূর্নীতি দমন কমিশনের উদ্যোগে কাপ্তাই শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ে চালু করা হয়েছে  বিক্রেতাবিহীন সততা ষ্টোর। দুদকের কমিশনার এ.এফ.এম অামিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা ষ্টোরের উদ্বোধন করেন।

 

এসময় দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মনিরুজ্জামান,দুদক চট্টগ্রামে বিভাগীয় পরিচালক অাকতার হোসেন,দুদকের রাংগামাটি জেলার উপ পরিচালক শফিকুর রহমান ভুঁইয়া,কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম,স্কুলের প্রধান শিক্ষক মোঃ হানিফ উপস্থিত ছিলেন।

 

সততা ষ্টোরের বৈশিষ্ট্য হল এখানে কোন বিক্রেতা থাকে না,শিক্ষার্থীরা নির্ধারিত পণ্য কিনে ক্যাশ বাক্সে টাকা রাখবে এবং পণ্যের গায়ের দাম লেখা থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত