কাপ্তাইয়ে জয়কালি মন্দিরের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্ম সভার আয়োজন

Published: 17 Jan 2018   Wednesday   

বাংলাদেশ আ`লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করছে, জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

 

তিনি আরো বলেন মানুষ তাঁর কর্মের মাধ্যমে বেঁচে থাকে,তাই সৎ কর্ম মানুষকে প্রকৃত মানুষ হতে সহায়তা করে ।

 

বুধবার কাপ্তাই উপজেলার লগগেইট জয়কালি মন্দিরের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

 

মন্দির পরিচালনায় কমিটির সভাপতি সমীর প্রসাদ ধরের সভাপতিত্বে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্হিত ছিলেন আন্তর্জাতিক পরিব্রাজক মাগুরা শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ ১০৮ স্বামী বিবোধানন্দ স্বরসতী মহারাজ। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা,সদস্য ত্রিদিপ কান্তি দাশ, সদস্য সান্তনা চাকমা, জেলা আ`লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে,সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা,  কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কর্ণফুলি পানি বিদ্যু কেন্দ্রের উপ ব্যবস্হাপক তপন মল্লিক, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্রাচার্য্য। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাগর চক্রবর্ত্তী।

 

 এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বোলনোর মাধম্যে ধর্মসভার শুভ সুচনা করেন জয়কালী মন্দিরের পুরোহিত পিন্টু চক্রবর্ত্তী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত