পানছড়িতে সনাতন সামজ কল্যান পরিষদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

Published: 20 Jan 2018   Saturday   

শনিবার পানছড়ি উপজেলার সনাতন সামজ কল্যান পরিষদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।


পানছড়ি দেবালয় মন্দির প্রাঙ্গনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন পুনবাসন এবং আভ্যন্তরীন উদ্বাস্ত নিদিষ্ট করণ সম্পর্কিত বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এড. আশুতোষ চাকমা, খগেশ্বর ত্রিপুরা।


পানছড়ি উপজেলার সনাতন সামজ কল্যান পরিষদের পানছড়ি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জয় প্রসাদ দেব এর সভাপতিত্বে ও শ্রীকান্ত দেব মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য এড. আশুতোষ চাকমা, খগেশ্বর ত্রিপুরা, সনাতন সমাজ কল্যান পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধান কানুনগো পিপি, সম্পাদক সজল বরণ সেন, সাংগঠনিক সম্পাদক তমাল দাশ লিটন, খাগড়াছড়ি সদর থানার সনাতন সমাজ কল্যান পরিষদের সম্পাদক সুজিত দাশ, দীঘিনালা সনাতন সমাজ কল্যান পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নন্দু দে, পানছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, পানছড়ি উপজেলা দেবালয় মন্দিরের সভাপতি তপন কান্তি বৈদ্য,পানছড়ি উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া ও পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান প্রমূখ।


সমাজ কল্যান পরিষদের সদস্যবৃন্দ ও সনাতন ধর্মালম্বী নর-নারীরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় ও সাংগঠনিক পতাকা অনুষ্ঠান উদ্ভোধন করেন প্রধান অতিথি।


সম্মেলনে বন কুমার দেকে সভাপতি ও উত্তম বণিককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়।


এর পর পানছড়ি বাজার মসজিদ পরিদর্শন করে মসজিদ সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।সর্বশেষ প্রতিপক্ষের হামলায় আহত পানছড়ি উপজেলা সাধারন সম্পাদক জয়নাথ দেবকে দেখতে যান এবং উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার জন্য পরামর্শসহ আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত