লংগদুতে এক দিনমজুরের জায়গা দখল করে উচ্ছেদ অভিযোগ এনে সংবাদ সম্মেলন

Published: 21 Jan 2018   Sunday   

জমির কাগজপত্র জাল করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখের সোনায় গ্রামে একদল ভূমি দস্যু অসহায় এক দিনমজুর পরিবারের জায়গা দখল করে তাদের জোরপূর্বক উচ্ছেদ করেছে। ভূমি দস্যুদের হামলার ভয়ে ঐ পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে।

 

রোববার সকালে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখের দিনমজুর আজিজুল রহমান তার পরিবারবর্গ নিয়ে রাঙামাটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে করে এ অভিযোগ করেন।

 

সংবাদ সম্মেলনে আজিজুল রহমান বলেন, তার নিজ নামীয় জায়গা স্থানীয় ভূমি দস্যু রমজান আলী ও তার সাঙ্গাপাঙ্গারা জোরপূর্বক তার জায়গা দখল নিয়ে তাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করে বিতাড়িত করেছে। তিনি প্রাণ ভয়ে পরিবার পরিজন নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় প্রশাসনের কাছে একাধিক আবেদন নিবেদন করেও তার নিজ জায়গায় তারা যেতে পারছেনা। তার রেকর্ডকৃত জায়গা পূনরায় ফিরে পেতে ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত