জুরাছড়িতে এলজিএসপি কর্মসূচীর উদ্বোধন

Published: 21 Jan 2018   Sunday   

একটি শিশু জম্মের পরপরই জম্ম সনদ অধিকার অর্জন করে। সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে শিশু জম্মের ৪৫দিনের মধ্যে বিনা খরচে জম্ম সনদ প্রদানের ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে শিশুকে জম্ম নিবন্ধন করে দেওয়া হলে পুরস্কৃত করা হচ্ছে।

 

রোববার জুরাছড়ি উপজেলার ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে লোকাল গর্ভন্যান্স সাপোট প্রজেক্ট-৩ (এলজিএসপি) কর্মসূচীর আওয়াতায় সেলাই মেশিন, স্প্রে মেশিন, পাওয়ার টিলার, স্কুলব্যাগ ও জম্ম নিবন্ধন প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী একথা বলেন।


তিনি আরো বলেন, দুর্গম কিংবা নিকটবত্তি এলাকায় বসবাসরত অনেকে অবেহেলায় শিশুদের জম্ম নিবন্ধন করে দিচ্ছে না। তাদের একসময় স্কুল-কলেজ ও বিভিন্ন সরকারী সেবা পেতে এই জম্ম নিবন্ধন প্রয়োজন হয়ে পড়বে। তখন বয়স বৃদ্ধির কারণে এখানে আর নিবন্ধন করতে পারবে না।


জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা স্বাগত বক্তব্যে বলেন, জনগনের সেবা করার লক্ষে জনগণ বহু আশা ভরসা নিয়ে আমাদের নির্বাচীত করেছে। সুতরাং তৃণমূল পর্যায়ে জনসাধারণের অভিমতে আগামী উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাওয়া হবে। সে লক্ষে সকল সংশ্লিষ্ট্য ওয়ার্ড সদস্যদের দ্রুত ওয়ার্ড সভার মাধ্যমে চাহিদা প্রেরণের পরামশ্য প্রদান করেন।


সভায় জুরাছড়ি ইউপি সচিব অনিল কুমার চাকমার ধারা সঞ্চলনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ড সদস্য জীবন বিকাশ চাকমা।


উল্লেখ্য সভায় লোকাল গর্ভন্যান্স সাপোট প্রজেক্ট-৩ (এলজিএসপি) কর্মসূচীর আওয়াতায় ২ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে ২৭টি সেলাই মেশিন, ২লক্ষ টাকা ব্যয়ে ৯০টি স্প্রে মেশিন, ১লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ১টি পাওয়ার টিলার, ৫০ হাজার টাকা ব্যয়ে ৮৩টি স্কুল ব্যাগ, ১৫ হাজার টাকা ব্যয়ে ৮টি জম্ম নিবন্ধন প্যাকেজ প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত