সিএইচসিপি’দের চাকুরি জাতীয়করণের দাবীতে রাঙামাটিতে অবস্থান কর্মসূচী পালন

Published: 23 Jan 2018   Tuesday   

চাকুরী জাতীয়করণের দাবিতে চতূর্থ দিনে মঙ্গলবার রাঙামাটিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে জেলার কমিউনিটি ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রেখে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্ষন্ত অবস্থান কর্মসূচি পালন করেন রাঙামাটিতে  কর্মরত  সিএইচসিপি’র কর্মীরা। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্যে দেন  সিএইচসিপি এসোসিয়েশনের জেলা শাখার সহ-সভাপতি মাসুদা বেগম, জয়নাল আবেদনী, সাংগঠনিক সম্পাদক থোয়াই চিং মারমা, অর্থ সম্পাদক মুন্নি চাকমা প্রমুখ।  কর্মসুচি শেষে জেলা সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারলিপি প্রদান করেন আন্দোলনরত সিএইচসিপি’র কর্মীরা

 

সিএইচসিপি এসোসিয়েশনের  নেতৃবৃন্দ  আগামী তিন দিনের মধ্যে তাদের চাকুরি জাতীয়করনের কোন ইতিবাচক ফলাফল পাওয়া না গেলে আগামী ২৬ জানুয়ারী ঢাকায় জাতীয় প্রেস আমরণ অনশন কর্মসূচি পালনের হুমকি দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত