পানছড়িতে বিজিবি’র দিন ব্যাপী কর্মশালা

Published: 24 Jan 2018   Wednesday   

খাগড়াছড়ির পানছড়িতে বুধবার স্থানীয় জনগোষ্ঠীর  আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে মৌলিক চাহিদা পূরণ, জনস্বাস্থ্য, নারী ও শিশুদের সুরক্ষা এবং যুব সমাজকে অপরাধমূলক কার্যক্রম হতে বিরত করণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ির বিজিবি সেক্টর সদর দপ্তরের তত্ত্বাবধানে পানছড়ি ৩ বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় ৩ বিজিবি হলরুমে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন-খাগড়াছড়ি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মোয়াজ্জেম হোসেন। কর্মশালায় মূখ্য সঞ্চালক ছিলেন ৫১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইকবাল হোসেন ও ৫৪  বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম সাইফুল বাহার।

 

বক্তব্য রাখেন,খাগড়াছড়ি বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল এসএম মোয়াজ্জেম হোসেন, ৩৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এসএম শামছুল মুহীত, ৩২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাসানুজ্জামান চৌধুরী, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, পানছড়ি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শাহজাহান কবির সাজু, পানছড়ি আ’লীগের সভাপতি বাহার মিয়া প্রমূখ।

 

কর্মশালায় পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, লোগাং ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, পানছড়ি আ’লীগের সভাপতি বাহার মিয়াসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত