বিলাইছড়িতে দুই কিশোরীকে নির্যাতনের প্রতিবাদে নির্যাতিত পরিবারের সংবাদ সন্মেলন

Published: 24 Jan 2018   Wednesday   

 রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওরাছড়ি গ্রামে দুই কিশোরীর উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে বুধবার রাঙামাটিতে নির্যাতিত পরিবারের সদস্যরা সংবাদ সন্মেলন করেছে।

 

রাঙামাটিতে  প্রেস ক্লাবে নির্যাতিত কিশোরীর পরিবারের সদস্যরা সংবাদ সন্মেলন করেছেন। সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন রাসেল মামরা। এসময় নির্যাতিত কিশোরীর বাবা উ সুই শিং মারমা, মা সুই ক্রা চিং মারমা ও ভাই অংসিং থোয়াই মারমা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে দাবী করা হয়,বিলাইছড়িতে দুই কিশোরীর উপর নির্যাতনের ঘটনার নিয়ে স্থানীয় একটি রাজনৈতিক দল মিথ্যা প্রচারনা চালিয়ে পার্বত্য এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।

 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, গেল ২১ জানুয়ারী গভীর রাতে একদল অজ্ঞাত যুবক ফারুয়ার ওড়াছড়ি গ্রামে বসত ঘরে ঢুকে দুই কিশোরীকে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। কিন্তু এই ঘটনাকে পুঁজি করে নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে স্থানীয় একটি আঞ্চলিক রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। যা আদৌ সত্য নয়। এতে পরিবারের মান মর্যাদা মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে বলেও দাবী করা হয়। সংবাদ সম্মেলনে, ষড়যন্ত্রকারীদের মিথ্যা প্ররোচনায় জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য নির্যাতিত পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

 

এদিকে, জানা গেছে, গেল মঙ্গলবার ঘটনার শিকার দুই কিশোরীকে রাঙামাটিতে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা সিভিল সার্জন শহিদ তালুকদার।

 

অপরদিকে,দুই কিশোরীকে দেখতে রাঙামাটি জেনারেল হাসপাতালে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও  জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, রেমলিয়ান পাংখোয়া,জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য অভিলাষ তংচংগ্যা উপস্থিত ছিলেন।  এছাড়া দুই কিশোরীর খোঁজ খবর নিতে হাসপাতালে যান চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, রানী ইয়েন ইয়েন ও  নারী নেত্রী এ্যাডভোকেট সুস্মিতা চাকমা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত