রাঙামাটিতে সনাকের সাথে সরকারি ও বেসরকারি আইনি সহায়তা প্রদানকারি প্রতিষ্ঠানের মতবিনিময় সভা

Published: 24 Jan 2018   Wednesday   

বুধবার রাঙামাটিতে সচেতন নাগরিক কমিটির (সনাক) সাথে সরকারি ও বেসরকারি আইনি সেবা প্রদানকারি প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাঙামাটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সনাক এর  অ্যাডভোকেসি এন্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টার (এলাক) বিষয়ক উপকমিটির আহ্বায়ক এ্যাডভোকেট সুস্মিতা চাকমা।

 

বক্তব্যে রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, স্পার্কের সমন্বয়কারি নুকু চাকমা, দুদক সমন্বিত কার্যালয়ের উপসহকারি পরিচালক মু.জাফর সাদেক শিবলী, রাঙ্গামাটি জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. রাজীব চাকমা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শামীম আরা বেগম, সনাক সহ সভাপতি জনাব অমলেন্দু হাওলাদার এবং সনাক সদস্য জনাব এ্যাড. মিহির বরন চাকমা। সভা সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম। মতবিনিময় সভায় এলাক কার্যক্রম উপস্থাপন করেন এলাক ফ্যাসিলিটেটর মোহাম্মদ নুরুল আলাল। মতবিনিময় সভায় সরকারি ও বেসরকারি আইনি সহায়তা প্রদানকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

 

সভায়  বক্তারা যে সমস্ত ব্যক্তি সেবা গ্রহণে হয়রানীর শিকার এবং দুর্নীতির শিকার বা দুর্নীতির চাক্ষুষ স্বাক্ষী তাদের এলাকের মাধ্যমে আইনি পরামর্শ প্রদান করা হবে বার্তাটি সকলের কাছে পৌছে দেয়ার জন্য অংশগ্রহণকারী বেসরকারি সংগঠন সমূহ প্রতিশ্রুতি প্রদান করেন। এলাকের কার্যক্রম সম্প্রসারণের জন্য উক্ত বিষয়ে অধিক সংখ্যক জনসাধারণকে অবহিত করার জন্য প্রচারণার পরিচালনার উপর অংশগ্রহণকারীবৃন্দ গুরুত্বারোপ করেন।

 

উল্লেখ্য, অ্যাডভোকেসি এন্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টার (এলাক) কার্যক্রম সফল বাস্তবায়নে আইনি সেবা প্রদানকারি প্রতিষ্ঠান সমূহের মধ্যে নেটওয়ার্ক গঠন এবং এলাক কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের কাছে তথ্য পৌছে দেয়ার জন্য সহযোগিতার  ক্ষেত্র তৈরীর উদ্দেশ্যে  এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত