বিলাইছড়ি ঘটনায় পার্বত্য জনসংহতি সমিতির নিন্দা ও প্রতিবাদ

Published: 24 Jan 2018   Wednesday   

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওড়াছড়ি গ্রামে এক মারমা কিশোরীকে ধর্ষন ও অপর কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ এনে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

 

বুধবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় দাবী করে বলা হয়,২১ জানুয়ারি গভীর রাতে আইন-শৃংখলা  বাহিনীর সদস্যরা ওড়াছড়ি গ্রামে তল্লাসী অভিযান চালায়। এ সময়  আইন-শৃংখলা  বাহিনীর সদস্যরা একের পর এক ঘরবাড়িতে ঢুকে তল্লাসী চালায়। তল্লাসীর সময় লোকজনদেরকে বেপোরোয়াভাবে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে  কিশোরীর বাড়িতে প্রবেশ করে ভিকটিমের বাবা-মাকে বাড়ির বাইরে আসতে বাধ্য করে। পরে কিশোরীর কক্ষে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে।  এ সময় কিশোরী চিৎকার করলেও ভয়ে বাবা-মা এগিয়ে যেতে পারেনি। এ সময়  ঘটনার শিকার কিশোরীর আরেক ছোট বোনকেও শ্লীতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয় প্রেস বার্তায়।

 

প্রেস বার্তায় আরো দাবী করা হয়, অমানবিক ও বর্বরোচিত ঘটনাকে রাজনীতিকরণ তথা ভিন্ন খাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে কিশোরী ভিকটিমদের পিতা-মাতাকে ধরে এনে তাদের উপস্থিতিতে বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাসেল মারমা কর্তৃক রাঙামাটি প্রেসক্লাবে বুধবার বিলাইছড়ি উপজেলায় ফারুয়াতে দুর্বৃত্তদের নির্যাতনের প্রতিবাদে এক ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত