রাঙামাটিতে পিসিপিসহ তিন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Published: 24 Jan 2008   Thursday   

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউপি’র অরাছড়ি গ্রামে দুই মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

 

পিসিপি জেলা শাখার তথ্যপ্রচার সম্পাদক সুমন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, ইউপিডিএফের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে  সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশন জেলা  সহ-সভাপতি রুপসি চাকমা। হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার  সঞ্চালনায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম রাঙ্গামাটি জেলা আহ্বায়ক ধর্মশিং চাকমা, পিসিপি  জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা।

 

এর আগে একটি বিক্ষোভ মিছিল  বড় মহাপূরম উচ্চবিদ্যালয় গেইট হতে শুরু করে বাজার ঘুরে এসে সমাবেশের মধ্যে দিয়ে ইউপিডিএফের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বক্তারা,অবিলম্বে ধর্ষনকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত