শুক্রবার গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রথম পুর্নমিলনী

Published: 25 Jan 2018   Thursday   

শুক্রবার জেলার অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান ‘গুইমারা উচ্চ বিদ্যালয়’র প্রথম পুর্নমিলনী উৎসব। ১৯৬৩ সালে প্রতিষ্ঠার পর এটিই প্রথমবারের মতো প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আনন্দ সম্মিলন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপি বর্ণিল কর্মসূচি নেয়া হয়েছে।

 

এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

পুর্নমিলনী উৎসব কমিটির আহ্বায়ক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা এবং সদস্য-সচিব মো: আমির হোসেন জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার ৫৫ বছরের মধ্যে এটিই প্রথম প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সম্মিলিত উৎসব আয়োজন। উৎসবে বিদ্যালয়ের প্রতিষ্ঠার অগ্রপথিক মংহ্লাপ্রু চৌধুরী এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে দেশে-বিদেশে আলোকিত কৃতীজনদের সংবর্ধনা দেয়া হবে।

 

সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে দেশসেরা ব্যান্ড ‘সোলস্’-এর শিল্পী নাসিম আলী খান ও শিল্পী পার্থ বড়–য়া সংগীত পরিবেশন করবেন। উৎসব উদ্যোক্তারা জানান, দুই হাজার প্রাক্তন শিক্ষার্থী এরিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত