পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে মহাসমাবেশ উপলক্ষে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

Published: 27 Jan 2018   Saturday   

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে ব্যানারে আয়োজিত মহা সমাবেশ উপলক্ষে শনিবার রাঙামাটিতে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

 

জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। সংবাদ সম্মেলনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, সহ-সম্পাদক সন্তোষ চাকমা, কাপ্তাই আওয়ামীলীগের সভাপতি অংশু ছাইন চৌধুরী, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, যারা রাজনীতির নামে পাহাড়ে প্রতিনিয়ত সন্ত্রাস চাঁদাবাজি করছে তাদের প্রতিরোধ করতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ অস্ত্রের কাছে আর জিম্মি থাকতে চায় না। পাহাড়ে যতক্ষণ অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে সন্ত্রাস বিরোধ আন্দোলন চলবে। এরই অংশ হিসেবে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান তীব্রতর করার দাবীতে আজ রোববার রাঙামাটিতে সন্ত্রাস বিরোধী মহা সমাবেশ  ডাকা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান আরো তীব্র করতে এই কর্মসূচী নেয়া হয়েছে। এটি কোন দলীয় কর্মসূচী নয় উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসের ছোবল থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচী নিয়েছে। সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত