রাঙামাটির শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

Published: 27 Jan 2018   Saturday   

রাঙামাটির শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার সম্পন্ন হয়েছে।


বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান উদ্বোধক ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি মঞ্জুলিকা খীসা, জেলা স্কাউটস এর সম্পাদক বিজন কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নীমা বড়ুয়া। শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।


পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছাত্র ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এসমস্ত খেলাধুলা উপভোগ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিগন বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সম্পুর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত শীল।


অনুষ্ঠানে বক্তরা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলা-ধুলা শিক্ষার্থীর প্রতিভা বিকাশে গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও বেশী বেশী আয়োজন করতে হবে।


বক্তারা আরো বলেন, গুণ গত শিক্ষার জন্য সম্মিলিতভাবে পথ খুজে বের করা বা পদক্ষেপ নেওয়ার এখনই সময়। এতে শিক্ষক অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির যৌথ উদ্যোগ প্রয়োজন। আমাদের এখন থেকে ভাবতে হবে আগামি দিন গুলোর জন্য। তবেই আমাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতীর আগামী দিনের নেতেৃত্বের জন্য গড়ে তুলতে পারব। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হওয়ার উপদেশ প্রদান করেন বক্তরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত