জুরাছড়ি উপজেলা পরিষদের উপ-নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে বেসরকারীভাবে কৃষ্ণা চাকমা বিজয়ী

Published: 29 Jan 2018   Monday   

সোমবার জুরাছড়ি উপজেলা পরিষদের সংরক্ষিত সদস্য পদের উপ-নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।

 

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে সোমবার সকাল ৮ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভোট গ্রহন শুরু হয়। সকাল ১০ টার মধ্যে সকল ভোটারদের ভোট দেওয়া শেষ হলেও নিয়ম অনুসারে বেলা দু‘টায় ভোট গণনা করা হয়।

 

বেলা ৩টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার স্মৃতি ময় চাকমা বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা, সহকারী প্রিজাইডিং অফিসার ও প্রধান শিক্ষক রনেন্দু বিকাশ চাকমা, পোলিং অফিসার ও সহকারী শিক্ষক কহেলী, এসআই মাঈন উদ্দিন।

 

নির্বাচন ফলাফলে মৈদং ইউনিয়নের সংরক্ষিত সদস্য স্বপ্না চাকমা মোরক প্রতীকে বৈধ ভোট পান ৪ ভোট, বনযোগীছড়া ইউনিয়নের সংরক্ষিত সদস্য কৃষ্ণা চাকমা হরিণ প্রতীকে বৈধ ভোট পান ৮ ভোট। বেসরকারীভাবে কৃষ্ণা চাকমাকে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে বিজয়ী ঘোষনা করা হয়।

 

ফলাফল ঘোষনার পর স্বপ্না চাকমা জানান,বড় বোন জয় যুক্ত হওয়া  তার জন্য পরাজয় নয়, বরং তার গর্বের ও অহংকার। তিনি সকলে সম্মিলিত সহযোগীতার মাধ্যমে এলাকায় নারী ক্ষমতায়ন ও উন্নয়নের ধারা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

কৃষ্ণা চাকমা জানান, সকল সংরক্ষিত নারী সদস্যদের সহযোগীতায় নির্বাচিত হয়েছি। সুতরাং অর্পিত দায়িত্ব পালনে সকলকে সহযোগীতায় এগিয়ে আসতে হবে। এখানে স্বপ্না চাকমা আমার প্রতিদ্বন্দী করেছে বড় কথা নয়, তিনি প্রতিদ্বন্দী করে আমাকে অনেক সহযোগীতা করেছেন। আমি তার কাছে অনেক কৃতজ্ঞ।

 

উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, ২০১৪ সালের ফেব্রুয়ারি-মার্চে পাঁচ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে প্রথম সভা থেকে পাঁচ বছর মেয়াদ জনপ্রতিনিধিদের; তাদের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ফেব্রুয়ারী-জুলাইয়ে।

 

উপজেলা পরিষদ গঠনের পর প্রথমবার সংরক্ষিত নারী সদস্য পদে ভোট হয় ২০১৫ সালের ১৫ জুন। কিন্তু দেশজুড়ে পৌরসভা ও ইউপি ভোটের কারণে স্বয়ংক্রিয়ভাবে প্রথমবারের মতো নির্বাচিতরা সংরক্ষিত নারী সদস্যর পদ হারানোয় তা শূন্য হয়ে গেছে। গেল ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ শূন্য পদের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।

 

উল্লেখ্য ২০১৫ সালের ১৫ জুন উক্ত আসনে বনযোগীছড়া ইউনিয়নের সংরক্ষিত সদস্য জ্যোস্না তালুকদার নির্বাচিত হন। কিন্ত বিগত ইউপি নির্বাচনের অংশগ্রহন না করাই উক্ত আসনটি শূন্য হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত