রাঙামাটিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন প্রসার শীর্ষক মতবিনিময় সভা

Published: 29 Jan 2018   Monday   

সোমবার রাঙামাটিতে রাঙামাটি পৌর এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন প্রসার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি এর উদ্যোগে সাবারাং রেস্টুরেন্ট এ সনাক সহ সভাপতি অমলেন্দু হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক জনাব অঞ্জুলিকা খীসা। সভায় আরও বক্তব্যে প্রদান করে সনাক সদস্য মুজিবুল হক বুলবুল।

 

মতবিনিময় সভায় বিদ্যালয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন প্রসারে দুর্নীতির বিরুদ্ধে তরুণ ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরী, মাধ্যমিক বিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে অংশগ্রহণকারীরা আলোচনার মাধ্যমে মতামত প্রদান করেন।

 

মাধ্যমিক বিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ভর্তি ফি, বিভিন্ন পরীক্ষার ফি সমূহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ডায়েরীতে উল্লেখ করা এবং  বিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফি সমূহ প্রদর্শন। তাছাড়া ভর্তির নীতিমালাসহ সরকারি নীতিমালা সমূহ নোটিশ বোর্ডে প্রদর্শন এবং বার্ষিক আর্থিক বিবরণী বছর শেষে অভিভাবক সমাবেশে প্রকাশ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপস্থিত অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ এবং জেলা শিক্ষা কর্মকর্তা উক্ত বিষয়গুলো বাস্তবায়নের  প্রতিশ্রুতি প্রদান করেন। তাছাড়া বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করার জন্য আলোচনা হয়।

 

মতবিনিময় সভায় বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন করার জন্য বিদ্যালয়ে এ্যাসেম্বলী চলাকালীন সময়ে দুর্নীতিবিরোধী বার্তা ছাত্র ছাত্রীদের মধ্যে প্রচার এবং দুর্নীতি ও সুশাসন বিষয়ে পাঠদানের জন্য শিক্ষকবৃন্দ প্রতিশ্রুতি প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা জনাব উত্তম খীসা বলেন, বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের পড়ালেখার জন্য পর্যাপ্ত পরিবেশ নিশ্চিত করা শিক্ষকের অন্যতম দায়িত্ব। তিনি বিদ্যালয়ে শ্রেণীকক্ষের দেয়ালে দুর্নীতিবিরোধী ও নৈতিকতার বাণী লেখার জন্য বলেন। তাছাড়া বিদ্যালয় পর্যায়ে যে কোন অনিয়মের বিষয়ে প্রমাণ পত্র সহ অভিযোগ করা হলে তিনি এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত