রাঙামাটিতে নানান আয়োজনে আর্যপুরুষ বনভান্তের যষ্ঠতম পরিনির্বাণ বার্ষিকী পালন

Published: 30 Jan 2018   Tuesday   

রাঙামাটির রাজ বন বিহারের অধ্যক্ষ আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ৬তম পরিনির্বাণ  বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

 

রাজ বন বিহার মাঠে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য ছিল অষ্টপরিস্কার, পঞ্চশীল প্রার্থনা বুদ্ধ মূর্তি দানান নানাবিধ দান। ধর্মপোদেশ দেন রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, সিনিয়র ভিক্ষু শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির। বক্তব্যে দেন চাকমা সার্কেল চীফ রাজা দেবাশীষ রায়, রাঙামাটি রাজ বন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান। এসময় পার্বত্য মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম ষিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে  এর আগে রাজ বন বিহারে বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে বিশেষ কফিনে রাখা বনভান্তের মরদেহে শত শত ভক্ত ও পূর্নার্থী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

উল্লেখ্য, আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে  ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত