বিলাইছড়িতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান

Published: 30 Jan 2018   Tuesday   

বিলাইছড়িতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পূর্নবাসনের সহায়তা হিসেবে মঙ্গলবার দি স্যালভেশন আর্মি বাংলাদেশ এর পক্ষ থেকে দ্বিতীয় কিস্তির অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


উপজেলা পরিষদ মিলনায়তনে দি স্যালভেশন আর্মি বাংলাদেশ-এর রিহেবিলিটেশন প্রোগ্রাম ফর দ্যা ভিকটিমস অব দ্যা ল্যান্ড স্লাইডস অব রাঙামাটি হিল ডিস্ট্রিক প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিফ ইকবাল। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক, স্যালভেশন আর্মি বাংলাদেশ এর ভিক্তর মন্ডল এবং ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা। সভা সঞ্চালনা করেন গভর্মেন্টস রিলেশনস অফিসার, দি স্যালভেশন আর্মি বাংলাদেশ এর সিলভেস্টার গোমেজ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগে যে পরিবারগুলো অধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নির্বাচিত করে ঘর নির্মানের জন্য এবং আগের মত স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্যে এই নগদ অর্থ দেওয়া হচ্ছে। তাই টাকাগুলো যাতে সুষ্ঠুভাবে ব্যবহার করা হয়।


আয়োজক সূত্রে জানা গেছে, ২২ জনকে প্রথম কিস্তি হিসেবে ১০ হাজার টাকা এবং ৩৮ জনকে দ্বিতীয় কিস্তি হিসেবে ২০ হাজার টাকা করে মোট ৬০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়। সব কিস্তি মিলিয়ে প্রতিজনকে মোট ৮৪ হাজার একশত ঊনাশি টাকা প্রদান করা হবে।

 

উল্লেখ্য, দি স্যালভেশন আর্মি একটি আর্ন্তজাতিক দাতব্য সংস্থা। তাই স্যালভেশন আর্মি বাংলাদেশ পরিচালনায় ২০১৭ সালের ১৩ জুন ভূমি ধসে ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় বিলাইছড়িতেও কর্মসূচির অংশ হিসেবে প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের বাছাই করে এই নগদ অর্থ প্রদান করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত