রামগড়ে পিসিপি`র সমাবেশে উপর হামলা ঘটনায় তিন সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

Published: 31 Jan 2018   Wednesday   

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পাহাড়ি গ্রামে হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে সমাবেশ আয়োজনের সময় হামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) তিন সংগঠন।

 

পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, গেল ২৭ জানুয়ারি রামগড় উপজেলায় পাহাড়িদের বংশ পরম্পরায় ভোগদখলীয় ভূমি বেদখল করার জন্য সেটলাররা দক্ষিণ হাচৌক পাড়ায় পাহাড়িদের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। উক্ত ঘটনার  প্রতিবাদে বুধবার রামগড় এলাকার জনসাধারণ যৌথ খামার নামক স্থানে এক প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। এতে সমাবেশে যোগ দিতে আসা লোকজনের উপর আইন-শৃংখলা বাহিনী অতর্কিতে হামলা চালায় এবং সমাবেশকে বানচাল করার জন্য চেষ্টা চালায়। এতে জ্যোতিন্দ্র ত্রিপুরা, অমল ত্রিপুরাসহ অনেকে অহত হন।

 

প্রেস বার্তায় মিটিং-মিছিল ও সভা-সমাবেশ করা সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে পাহাড়ি গ্রামে হামলাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ভূমি বেদখল বন্ধ ও শান্তিপূর্ণ সমাবেশে হামলাকারিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত