পানছড়িতে সাড়ে ৩শ ঘনফুট চম্পা ফুল কাঠ জব্দ

Published: 31 Jan 2018   Wednesday   

বুধবার খাগড়াছাড়ির পানছড়ি উপজেলার কানুংগো পাড়া নামক স্থান থেকে ২৮পিচ চাঁপা ফুলের(স্থানীয় ভাষায় চম্পাফুল) গোল কাঠ জব্দ করেছে বিজিবি।

 

জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি উপজেলার কানুংগো পাড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় নায়েক সুবেদার মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ৯জন বিজিব সদস্যরা অভিযান চালায়। এসময় সেখান থেকে  ২৮পিচ চাঁপা ফুলের(স্থানীয় ভাষায় চম্পাফুল) গোল কাঠ জব্দ করা হয়।

 

ফরেস্টার শেখ ইয়াকুব বলেন চাঁপা ফুল গাছ কর্তন করা নিষিদ্ধ রয়েছে। পাচার করা জন্য এসব কাঠ কর্তন করা হয়েছে।

 

পানছড়ি উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন ২৮পিচ চাঁপা ফুলের গোল কাঠ প্রায় ৩৫০ ঘনফুট। বর্তমানে বাজার মূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত