রাঙামাটি পৌরসভাকে আধুনিক শহর গড়ে তুলতে মহাপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা

Published: 31 Jan 2018   Wednesday   

রাঙামাটি পৌর সভাকে  একটি  আধুনিক শহর হিসেবে গড়ে বুধবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে খসড়া মহাপরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা  হয়েছে।

 

রাঙামাটি পৌর সভা সন্মেলেন কক্ষে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ( ইউজিপ-৩) প্রকল্পের  আওতায় ২০ বছর মেয়াদী মহাপরিকল্পনা প্রনয়নের লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। বক্তব্যে দেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যে দেন সেলটেক কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক ড.আক্তার হোসেন চৌধুরী,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ। অনুষ্ঠানে রাঙামাটি পৌর সভার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সভায় রাঙামাটি পৌর সভাকে পর্যটন বান্ধব ও আধুনিক পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে  স্বপ্ল ও দীর্ঘ মেয়াদীর বিভিন্ন পরিকল্পনা খসড়া উপস্থাপন করা হয়। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে ভূমি ব্যবহার, সড়ক যোগাযোগ ব্যবস্থা, পয়ঃনিস্কাশন ও পরিসেবা, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা। এতে স্থানীয় ব্যক্তিরা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত