কাপ্তাইয়ের উচ্ছেদ বন্ধের দাবীতে বিক্ষোভ ও প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি

Published: 01 Feb 2018   Thursday   

রাঙামাটি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত এশিয়ার বিখ্যাত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এলাকাতে অবসরপ্রাপ্ত শ্রমিকদের  উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষ বৃহস্পতিবার বিক্ষোভ এবং  স্বারকলিপি প্রদান করেছে।  বিক্ষোভ সমাবেশ থেকে বাসিন্দাদের অভিযান বন্ধসহ কেপিএম এমডিকে ৩দিনের মধ্যে অপসারণের দাবী জানানো হয়। 

 

কেপিএম উচ্ছেদ অভিযান প্রতিরোধ নাগরিক কমিটির অায়োজনে   বিকালে কেপিএম এলাকা  থেকে উচ্ছেদ অভিযান বন্ধকরনের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা অা`লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক। চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান অানোয়ার ইসলাম বেবির সঞ্চালনায় কাপ্তাই উপজেলা অাওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, উচ্ছেদ অভিযান প্রতিরোধ নাগরিক কমিটির অাহ্বায়ক ইসমাইল ফরিদ সহ চন্দ্রঘোনা ইউনিয়নের শতশত নারী পুরুষ সমাবেশে অংশগ্রহণ করেন। এর আগে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি দেন স্থানীয়রা। 


রাঙামাটি জেলা অা`লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক বলেন, অববসর প্রাপ্ত শ্রমিক কর্মচারীরা যাহারা বিগত ২-৩বছর যাবত তাদের সমুদয় বকেয়া না পেয়ে হন্ন হয়ে ঘুরছে, কিন্তু কেপিএম কর্তৃপক্ষ তাদের পাওনাদী পরিশোধ না করে তাদের কেপিএম হতে বিতারিত করার পায়তারা চালিয়ে যাচ্ছে। অাজ হতে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। গত ৪মাস যাবত এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে দ্রুত বৈদ্যুতিক সংযোগ প্রদান ও বসবাসরতদের উচ্ছেদের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রত্যাহার করতে হবে।  তিনি উচ্ছেদ অভিযান বন্ধের দ্রুত দাবী জানান।

 

এ বিষয়ে জানতে চাইলে কেপিএম এর জিএম (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন খান জানান বর্তমানে কেপিএম এ চাকুরিরত  রয়েছে ৬ শত শ্রমিক কিন্ত কেপিএম এলাকায় বসবাস করে ২২ শত পরিবার।  গেল মাসে কেপিএম কতৃপক্ষ গ্যাস বিদুৎ বাবদ ৭৮ লাখ টাকা প্রদান করেছে যা দিয়ে শ্রমিক কর্মচারীদের বকেয়া প্রদান করা যেতো। তিনি বিসিআইসি কতৃপক্ষের নির্দেশক্রমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই বিষয়ে স্হানীয় প্রশাসনকে আগে অবহিত করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত