বিলাইছড়িতে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা

Published: 02 Feb 2018   Friday   

নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ প্রতিপাদ্যকে-এ সামনে রেখে শুক্রবার বিলাইছড়ি উপজেলায় জাতীয়  নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। 

 

দিবসটি উপলক্ষে সকালে উপজেলায় একটি বর্ণাঢ্য র‌্যালীর আয়োজনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়–য়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কৃতি রঞ্জন চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী লাল চাকমা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম।

 

আলোচনা সভায় বিশেষ অতিথিসহ আরও বক্তব্য রাখেন, বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজল কান্তি দে, বিলাইছড়ি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ দাস, ব্যবসায়ী ও আওয়ামী লীগের যগ্ম-সাধারণ সম্পাদক শুভাশীষ কর ও বিলাইছড়ি প্রেস ক্লাবের সাংবাদিক পুষ্প মোহন চাকমা প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ সুন্দর জাতি গঠনে নিরাপদ খাদ্য গ্রহন অপরিহার্য। এ কারণে সকলকে নিরাপদ খাদ্য গ্রহনে সচেতনের পাশাপাশি ভেজাল খাদ্য প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান । এবং খাওয়ার পূর্বে দুই হাত সাবান দিয়ে ধুয়ে পরিস্কার করে খাদ্যকে নিরাপদে গ্রহনের কথা বলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত