১০ ফেব্রুয়ারি রাঙামাটিতে সড়ক অবরোধ ডেকেছে এইচডব্লিউএফসহ ৩ সংগঠন

Published: 03 Feb 2018   Saturday   

রাঙামাটির বিলাইছড়িতে মারমা সম্প্রদায়ের দুই বোনকে যৌন নিপীড়নের অভিযোগ এনে দোষীদের বিচার ও সাজার দাবীতে শনিবার ঢাকায় সংবাদ সন্মেলন করেছে হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)সহ ৩ সংগঠন। সংবাদ সন্মেলন থেকে এ ঘটনায় দোষীদের গ্রেফতারসহ ছয় দফা দাবীতে আগামী ১০ ফেব্রুয়ারি(শনিবার) রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির আহ্বান করা হয়েছে।


ইউপিডিএফ সমর্থিত সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মন্টি চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, শনিবার রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোশিয়েসন হলরুমে তিন নারী সংগঠন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সিপিবি নারী সেল ও হিল উইমেন্স ফেডারেশন এ সংবাদ সন্মেলন আয়োজ করে। হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নিরূপা চাকমা লিখিত বক্তব্য পেশ করেন। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিবি নারী সেল-এর নেত্রী জলি তালুকদার ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু। সংবাদ সম্মেলনে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক চৈতালী চাকমা, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক কইংজনা মারমা ও কেন্দ্রীয় সদস্য রেশমি মারমা, সমাজতান্ত্রি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সদস্য কিবরিয়া হোসেন ছাড়াও সন্মেলনের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনের অগ্রসর কর্মীরা উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে তিন নারী সংগঠনের পক্ষ থেকে রাঙামাটি জেলা প্রশাসককে প্রত্যাহার, ঘটনার দোসীদের সাজা প্রদানসহ ছয় দফা দাবি এবং কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আগামী ১০ ফেব্রুয়ারি রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ এবং তিন সংগঠন যৌথভাবে ১৬ ফেব্রুয়ারি ঢাকায় নারী নির্যাতনের বিরুদ্ধে সারা দেশে জনমত গঠনের লক্ষ্যে গোল টেবিল বৈঠক করবে।


সংবাদ সন্মেলনে এ ঘটনার ব্যাপারে গেল ২৮ জানুয়ারি রাতে তিন নারী সংগঠনের আট সদস্যের প্রতিনিধি দল রাঙামাটিতে অনুসন্ধানী সফরে যায়। হাসপাতালে ভিক্টিম ও অন্যান্যদের সাথে সাক্ষাত শেষে প্রতিনিধি দলটি এ সংবাদ সম্মেলন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত