জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কৃষি যন্ত্রপাতি ও এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা

Published: 04 Feb 2018   Sunday   

রাঙামাটির জুরাছড়িতে সেনা বাহিনীর উদ্যোগে রোববার কৃষকদের মাঝে কৃষি সেচ যন্ত্রপাতি, পাম্প মশিন ও এসএসসি পরিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

জুরাছড়ি উপজেলা সেনা জোন সদরে কৃষকদের মাঝে কৃষি সেচ যন্ত্রপাতি, পাম্প মেশিন ও বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লেঃকর্ণেল কে এম ওবায়দুল হক। এ সময় মেজর মীর তৈয়বুর রহমান, বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনা ময় চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘবর্ণ চাকমা, জোন সদরের পদস্থ কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


জোন অধিনায়ক লেঃ কর্ণেল কে এম ওবায়দুল হক বলেন, পাহাড়ে পিছিয়ে পরা জনগোষ্ঠীদের আত্ম-সামাজিক উন্নয়নে সর্বদা পাশে থেকে সহায়তা দিয়ে যাচ্ছে সেনা বাহিনী।


তিনি আরো বলেন, বরো মৌসুমে যাতে কোন কৃষক সেচ পাম্প কিংবা কোন সেচ যন্ত্রাংশর অভাবে চাষাবাদ বিগ্ন না হয় সে লক্ষে সেনা বাহিনী “আর্দশ সেচ প্রকল্প” বাস্তবায়ন করছে। এই প্রকল্পের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে উপজেলায় কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব।


জোন অধিনায়ক বলেন, এসব কৃষি যন্ত্রাংশ অবহেলা অযতœ না করে আবাদি জমিতে কাজে লাগিয়ে এলাকায় যুব সমাজসহ সকলে কর্মমূখী ও সবার ঘরে ঘরে যেন উন্নয়ন এবং শান্তির সুবাতাস প্রবাহিত হয় সেটাই সেনা বাহিনীর কামনা করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত