জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

Published: 05 Feb 2018   Monday   
no

no

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সোমবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। গণগ্রন্থাগারের আহবায়ক মনোয়ারা আকতার জাহানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ, কোর্ট পরিদর্শক মোঃ সাদেকুর রহমান, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সমিতি রাঙামাটি জেলার যুগ্ম সম্পাদক ইয়াছিন রানা সোহেল। স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা। মুল প্রবন্ধ পাঠ করেন রাঙামাটি সরকারি কলেজের লাইব্রেরিয়ান মঈনুদ্দিন তারেক।


এর আগে একটি র‌্যালী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, যে ব্যক্তি যত বেশি বই পড়ে সেই ব্যক্তি তত বেশি জ্ঞানী হয়ে উঠে। সুন্দর জীবন গড়ার জন্য বই পড়ার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে যেভাবে শিক্ষার্থীরা ফেসবুকে সময় ব্যয় করে তা যদি বই পড়ার পিছনে ব্যয় করতো তবে তাদের ভবিষ্যত জীবন আরো বেশি সুন্দর হতো। তিনি সুন্দর ও উন্নত জীবন গড়তে শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার তাগিদ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত