বিলাইছড়িতে বৃক্ষ ও বন জরিপ তথ্য বিনিময় সভা

Published: 05 Feb 2018   Monday   

সোমবার রাঙামাটির বিলাইছড়িতে সোমবার বাংলাদেশ বৃক্ষ ও বন জরিপ বিষয়ক এক তথ্য বিনিময় সভা আয়োজন করা হয়েছে।


বন অধিদপ্তরের আয়োজনে ইউএসএইড ও সিলভা কার্বন সহ আন্তর্জাতিক কয়েকটি সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি ও ঐতিহ্যবাহী জনপ্রতিনিধিদের নিয়ে এ তথ্য বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা। উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, বন সংরক্ষক (দক্ষিণ বন বিভাগ) সানা উল্লাহ পাটোয়ারী, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও-দক্ষিণ বন বিভাগ) তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা ও প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া।


আলিখিয়ং রেঞ্জ কর্মকর্তা সাজেদুল আলম এর স্বাগত বক্তব্য শেষে সারাদেশে বৃক্ষ ও বন জরিপ কার্যক্রমের ভিডিও চিত্রসহ পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করেন, এএফও -এর কনসালট্যান্ট নিখিল চাকমা।


সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা এ কার্যক্রমে ভবিষ্যতে কোন ভূমি অধিগ্রহন বিষয়ক প্রভাব পড়বে কিনা এমন সংশয় প্রকাশ করেন।


তবে বন সংরক্ষক সানা উল্লাহ পাটোয়ারী ও বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, এ বন জরিপ কর্মকান্ডে ভূমি অধিগ্রহনের সাথে কোনরূপ সম্পর্ক নেই। এটি বন সম্পদের অবনতি ও উন্নয়নের একটি সাময়িক জরিপ।


তিনি আরো জানান, এ জরিপ অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মাধ্যমে প্লট নির্ধারণ করা হয়েছে। প্লটগুলো কারো বাগানে কিংবা বাসস্থানেও পড়তে পারে। এ ক্ষেত্রেও কোন সমস্যা নাই। উক্ত প্লটে থাকা গাছ-গাছালির মালিক প্রয়োজনে গাছ কর্তন করতে পারবে। তাতেও কোন সমস্যা নাই। এ জরিপ কেবল প্রশাসনের, দেশের সর্বোপরি আমাদের সকলের কাজে আসবে। তাই এ কার্যক্রমের উদ্যোগ। এতে কারো কোন প্রকার ক্ষতির আশংকা নেই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত