রাঙামাটিতে জেলা বিএনপি’র সভাপতিসহ ৬ নেতাকে আটক করেছে পুলিশ

Published: 05 Feb 2018   Monday   

রাঙামাটি শহরের কাঠালতলী এলাকা থেকে সোমবার রাত ৮টার দিকে জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলমসহ ৬ নেতাকে আটক করেছে পুলিশ। ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


একাধিক সূত্রে জানা যায়,সোমবার রাত ৮টার দিকে কাঠালতলীস্থ বিএনপির কার্যালয় থেকে ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে পুলিশ জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলমসহ ৬জনকে আটক করেছে। আটককৃত অন্যরা হলেন,জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির প্রচার সম্পাদক আবুল হোসেন বালী, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা যুব দলের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস ও জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক কামাল উদ্দীন।  বিএনপির নেতারা অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়ার আদালতে মামলার রায়কে কেন্দ্র করে পুলিশ ধরপাকর চালাচ্ছে।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া জানান, ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্য বিএনপির কার্যালয়ের পাশে একটি ফার্নিচার দোকানে জড়ো হওয়ার সময় গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে আটক করেছে।আটককৃতদের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ সংঘটিত হওয়ার আশংকায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


এদিকে, বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান জেলা বিএনপির ৬নেতাকে পুলিশি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযোগ করে বলেছেন, সরকার আদালতের রায়কে ভিন্নখাত প্রবাহিত এবং একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে বিএনপি নেতা কর্মীদের গণ গ্রেফতার চালাচ্ছে। তিনি  অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত