বরকলে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Published: 05 Feb 2018   Monday   

বরকল উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে সোমবার শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বরকল উপজেলার সদর ইউনিয়নের পাবলিক ক্লাব এবং কুরকুটিছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, ২নং বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, আইমাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুুল আমিন ফরাজী, বরকল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চিংহেন রাখাইন’সহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


শীতবস্ত্র বিতরণকালে বক্তরা বলেন, শীত আসলেই এই পাহাড়ের অসহায় দুস্থ মানুষেরা প্রচন্ড কষ্টে ভোগে। কনকনে প্রচন্ড শীতের কারণে অসহায় শীতার্ত এ মানুষগুলো একটু উষ্ণতা পেতে কত কিছুই না করে। সমাজের বিত্তবানরা সামর্থ থাকার পরও শীতার্তদের এড়িয়ে যাওয়া কোনভাবেই কাম্য নয়।

 

 

বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জন্য সমাজের বিত্তশালী ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত