১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে সেতুর নির্মাণ সমাপ্ত কাজের পরিদর্শনে ইউএনও

Published: 06 Feb 2018   Tuesday   

কাপ্তাইয়ের ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি স্কুল সংলগ্ন ছড়ার উপর ৩০ ফুট দৈঘ্য  সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। সরকারের দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের অর্থায়নে  কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের তত্বাবধানে এ সেতু বাস্তবায়ন করা হয়েছে। মঙ্গলবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম সমাপ্ত হওয়া সেতুটি পরিদর্শন করেছেন।

 

১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান কেআরসি স্কুল সংলগ্ন ছড়ার উপারে বসবাসরত অধিবাসীরা এই সুফল ভোগ করবেন।

 

পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, কেপিএম এলাকার কয়লার ডিপু এবং ভিউক্লাব এলাকায় বসবাসকারী জনগন এতোদিন কেআরসি স্কুলের পাশ দিয়ে পুরানো একটা ব্রিজ দিয়ে চলাচল করতো,যার ফলে স্কুলের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটতো,এখন স্কুল থেকে কিছুটা দুরে ব্রিজ নির্মান হওয়ায় স্কুলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত