হিল উইমেন্স ফেডারেশনের ডাকে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা ঢিলেঢালা সড়ক অবরোধ পালিত

Published: 10 Feb 2018   Saturday   

ইউপিডিএফের সমর্থিত সংগঠন হিল ইউমেন্স ফেডারেশনের ডাকে শনিবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা ঢিলেঢালা সড়ক ও নৌ-পথ অবরোধ পালিত হয়েছে। রাঙামাটির বিলাইছড়িতে মারমা সম্প্রদায়ের দুই বোনকে যৌন নিপীড়নের অভিযোগ এনে দোষীদের শাস্তির দাবিসহ ৬ দফা দাবিতে এ কর্মসূচি ডাকা হয়েছে।

 

রাঙামাটিতে অবরোধ চলাকালে রাঙামাটি শহরে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করেছে। তবে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে দুরাপাল্লার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করলেও রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের খামার পাড়া,কতুকছড়ি এলাকায় অবরোধ সমর্থনকারীরা পিকেটিং করেছে। অবরোধ চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


এদিকে, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের ডাকে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি স্বতঃস্ফুর্ত ও সফলভাবে পালিত হয়েছে। জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এই অবরোধের প্রতি সমর্থন জানিয়েছে। তবে রাঙামাটি শহর এলাকা অবরোধ আওতামুক্ত থাকলেও কাউখালী, নানিয়ারচর, বাঘাইছড়িসহ বিভিন্ন উপজেলায় স্বতঃস্ফুর্তভাবে অবরোধ পালিত হয়েছে। সকালে বিভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে পিকেটাররা রাস্তায় টায়ার জ্বালায়।


প্রেস বার্তায় অভিযোগ করা হয়, অবরোধ চলাকালে বিকালে ঘিলাছড়ি ইউপি’র ভুইয়ো আদাম এলাকা থেকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা এডিশন চাকমা (২৯), অনিল বিকাশ চাকমা (৩৮) ও সুখময় চাকমা (২২)। এছাড়া দুপুরের দিকে একই ইউনিয়নের নাঙেল পাড়ায় দুই পাহাড়ি যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ।


প্রেস বার্তায় অবিলম্বে বিলাইছড়ি ঘটনার ডাক্তারি পরীক্ষা রিপোর্ট প্রকাশপূর্বক ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করাসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত