রাঙামাটিতে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

Published: 11 Feb 2018   Sunday   

রোববার রাঙামাটিতে জেলা পর্যায়ে তিন দিনব্যাপী চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টীর ইন্সটিটিউটের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্টীর ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক রুনেল চাকমা, রাঙামাটি বিসিকের সহকারী ব্যবস্থাপক স্বপন ত্রিপুরা, উপজাতীয় সাংস্কৃতিক ইন্সটিটিউটের প্রাক্তন পরিচালক সুগত চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা। এর আগে অনুষ্ঠানের প্রারম্ভে অংশগ্রহনকারী প্রতিযোগীদের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার পার্বত্যবাসীর প্রতি খুবই আন্তরিক। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় আন্তরিকভাবে কাজ করে চলেছে। কারন একটি জাতীর পরিচয় তার ভাষা ও সংস্কৃতি।


তিনি আরো বলেন, নৃ-গোষ্ঠীরা যাতে নিজ নিজ ভাষা ও অক্ষরে পড়ালেখা করতে পারে সে জন্য বর্তমান সরকার বিনামূল্যে নৃ-গোষ্ঠীদের নিজস্বভাষায় বই বিতরন করছে। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলা পরিষদ বিদ্যালয়ের নৃ-গোষ্টী শিক্ষকদের প্রশিক্ষন প্রদান করছে। এ ধারা অব্যহৃত থাকবে।


তিনি বলেন, নৃ-গোষ্ঠীরা যাতে তাদের নিজস্ব সংস্কৃতিকে ভুলে না যায় সেজন্য সংস্কৃতি তাদের চর্র্চায় সাংস্কৃতিক ইন্সটিটিউটের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষন ও প্রতিযোগীতার আয়োজন করছে।


তিনি অংশগ্রহনকারী বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ জাতীগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় এখন থেকে যেভাবে চর্চা ও প্রতিযোগীতায় অংশগ্রহন করে তোমরা বিজয়ী হচ্ছো তা আগামীতে জেলা, বিভাগীয় ও দেশ বিদেশে প্রসার ঘটাতে চেষ্ঠা চালিয়ে যাবে। কারন একটি মন্ত্রির চাইতে একজন শিল্পীর সুনাম অনেক দূর পৌছায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত