কাপ্তাইয়ে মহিলা ক্রীড়া সংস্থার শীতকালীন খেলাধূলা অনুষ্ঠিত

Published: 17 Feb 2018   Saturday   

কাপ্তাই উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার বিকেলে শীতকালীন খেলাধূলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা সদরস্থ বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় স্কুল, কলেজেপড়ুয়া ছাত্রী,চাকরিজীবি মহিলা ও গৃহিনীরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ করেন উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা ইউএনও`র সহধর্মিনী লুৎফন নাহার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম,মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুর বেগম মিতা। মহিলাদের শীতকালীন খেলাধূলার মধ্যে ৫ম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীদদের ১০০ মিটার দৌড়, রশি নাচ, বিস্কুট দৌড় প্রতিযোগিতা,৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রীদের অঙ্ক দৌড়, ভারসাম্য দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ পর্যায়ের ছাত্রীদের বাস্কেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, গৃহী হিনীদের সুঁই সুতা দৌড়, ১০০ মিটার দৌড়, হাঁটা প্রতিযোগিতা ও চাকরিজীবি মহিলাদের বাস্কেট বল নিক্ষেপ, বল বদল খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলো পরিচালনা করেন সাংবাদিক মোশারফ হোসেন, নজরুল ইসলাম লাভলু, নুর বেগম মিতা, মিনু প্রু মারমা, শিক্ষিকা আয়শা ছিদ্দিকা, ফেরদৌস আক্তার।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার উপদেষ্টা সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন, ক্রীড়া সংস্থার সহসভাপতি ও বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, ক্রীড়া সংস্থার সহসভাপতি ইউপি সদস্য মিনু প্রু মারমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনিস্ট্রাকটর তমা চৌধুরী প্রমুখ। উপস্থিত দর্শকরা শীতকালীন খেলাগুলো বেশ উপভোগ করেন। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত