রাঙামাটিতে পিসিপি’র বিরুদ্ধে মামলা দায়ের নিন্দা ও প্রতিবাদ

Published: 17 Feb 2018   Saturday   

পিসিপি’র কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে হেয় এবং হয়রানি করার উদ্দেশ্যে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামী করে  মিথ্যা মামলা দায়ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সন্তু লারমার সমর্থিত  পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)।

 

শনিবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের  জেলা শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিতীষ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রতিবাদ জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, গেল ১২ ফেব্রুয়ারী রাঙামাটি মারি স্টেডিয়ামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে খেলার দু-পক্ষের মারামারিতে সুপায়ন চাকমা আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ সন্ধ্যায় সম্পূর্ণ রাজনৈতিক হীন উদ্দেশ্যে পাহাড়ী ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তা  অবরোধ করে মিছিল করে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার নগ্ন উদ্দেশ্যে তারা উক্ত কর্মসূচী পালন করেছিল যা তাদের কার্যক্রমে প্রতিফলিত হয়েছে।

 

প্রেস  বার্তায় আরো বলা হয়, ওইদিন ক্রিকেট খেলায় রান চুরির পর জয়-পরাজয় নির্ধারণ করার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হলে সুপায়ন চাকমা আহত হয়। ওই ঘটনায় পাহাড়ী ছাত্র পরিষদের কোন সদস্য জড়িত ছিল না এবং খেলায়ও অংশগ্রহণ করেনি। পাহাড়ী ছাত্র পরিষদের বিরুদ্ধে ছাত্রলীগের যে বক্তব্য তা মিথ্যাচার ছাড়া কিছু নয়।  এ ঘটনার প্রতিবাদের নামে গেল ১২ ও ১৩ ফেব্রুয়ারী সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে এবং ছাত্রলীগের দুর্বৃত্তরা সাধারণ পথচারী, সাংবাদিক ও পুলিশের উপর হামলা করে।

 

পিসিপি’র কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের  দাবি  জানিয়ে  প্রেস বার্তায়  হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা না  হলে তার জন্য উদ্ভূত যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য ছাত্রলীগই দায়ি থাকবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে।

 

উল্লেখ্য, গেল ১২ ফেব্রুয়ারী রাঙামাটি মারি স্টেডিয়ামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হাতে  সদর উপজেলা শাখার সহ-সম্পাদক  সুপায়ন চাকমা আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে  ছাত্রলীগকর্মীরা মিছিল বের এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দেয়। দুদিনে পুলিশের সাথে সংঘর্ষে তিন সংবাদ কর্মী, পথচারী ও পুলিশসহ  প্রায় ৫০ জন আহত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত