কাপ্তাইয়ে সপ্তাহব্যাপী গবাদি পশু পালন প্রশিক্ষণের উদ্বোধন

Published: 18 Feb 2018   Sunday   

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকার একটি পাড়া কেন্দ্রে রোববার স্থানীয় যুবক-যুবতীদের নিয়ে ৭দিন ব্যাপী গবাদি পশু পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।


কাপ্তাই উপজেলা যুব উন্নয়নের অায়োজনে `জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১ এ উন্নত বাংলাদেশ` এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় চাহিদা ভিক্তিক অপ্রাতিষ্ঠানিক, ভ্রাম্যমান প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম।


কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রিয়রতন চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ওয়াগ্গা ইউনিয়ন চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, উন্নয়ন বোর্ডের কাপ্তাই উপজেলা প্রোগ্রাম অফিসার ডা. পরেশ দেওয়ান, স্থানীয় সাংবাদিক মো. নূর হোসেন মামুন প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম বলেন, দেশের উন্নয়নে প্রত্যেককে স্বাভলম্বি হতে হবে। বেকারদের অাত্মকর্মসংস্থান গড়ে তুলতে হবে। গবাদি পশু পালনের দ্বারা স্বাভলম্বি হওয়া সম্ভব। তিনি প্রত্যেকে নিজস্ব কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব চাহিদা কমিয়ে অানার অাহ্বান জানান।


উল্লেখ্য, অনুষ্ঠানে ৩০জন যুবক-যুবতী অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে ঋণ নিয়ে অর্থনৈতিক পরিবর্তন আনতে সহায়তা করবে যুব উন্নয়ন অধিদপ্তর।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত