জুরাছড়িতে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য-পুষ্টি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

Published: 20 Feb 2018   Tuesday   

জুরাছড়িতে মঙ্গলবার মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন  উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আইইএম ইউনিটের প্রতিনিধি হোজনারা বেগম, ভুবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধর্ম্মা নন্দ শ্রমণ।

 

সভায় বক্তারা  বলেন, প্রজনন স্বাস্থ্যের ধারণা শুধুমাত্র মাতৃস্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা যে কোন বয়সের নারী ও পুরুষের জন্য প্রযোজ্য। প্রজনন স্বাস্থ্য যত্ন গর্ভবতী মায়েদের চাহিদা পূরণ করলেও যারা গর্ভধারণ করতে চায় বা চায় না তারাও এর আওতাভুক্ত।

 

বক্তারা আরো বলেন, প্রজনন স্বাস্থ্য শুধু মাত্র প্রজননতন্ত্রের কার্য এবং প্রজনন প্রক্রিয়ার সাথে সম্পর্কিত রোগ বা অসুস্থতার অনুপস্থিতিকেই বোঝায় না, এটা শারীরিক মানসিক ও সামাজিক কল্যাণকর এক পরিপূর্ণ সুস্থ্য অবস্থার মদ্য দিয়ে প্রজনন প্রক্রিয়া সম্পাদনের একটি অবস্থাকে বোঝায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত