রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে আল্পনা কর্মসূচীর আয়োজন

Published: 13 Feb 2018   Tuesday   

মহান শহীদ দিবস  উপলক্ষে মঙ্গলবার রাঙাামাটি শহীদ মিনারে আল্পনা অংকন কর্মসূচীর আয়োজন করে স্চ্ছোসেবী প্রতিষ্ঠান ইয়ূথ ।

আল্পনা কর্মসূচীর উদ্বোধন করেন রাঙাামাটি  জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী । এসময়  জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর তাপস শীল, সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি পৌর সভার প্যানেল মেয়র মো: জামাল উদ্দিন, পৌর কমিশনার বিল্লাল হোসেন টিটু, সংগঠনের উপদেষ্ঠা সাংবাদিক মো: মোস্তফা কামাল, রোউল ককরিম সহ সংগটনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

আল্পনা কর্মসূচীর উদ্বোধন কালে জানানো হয় ইয়ূথের ৪০ জন সদস্য পুরো শহীদ মিনার চত্বরকে আল্পনার বর্ণিল সাজে সজ্জিত করবে। এ সব আল্পনার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি শহীদ মিনারকে  আল্পনার রং এ সৌন্দর্য মন্ডিত করা হবে

 

 প্রধাণ অতিথির বক্তব্যে ড. প্রকাশ কান্তি চৌধুরী ইয়ুথের তরূনদের  এই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন তরুণরা এসব  কর্মকান্ডে যতো এগিয়ে আসবে দেশের ভাষা আন্দোলনসহ , স্বাধীনতা আন্দোলনের সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িযে পড়বে।

 

তিনি আরো বলেন, বিশ্বে একমাত্র বাঙাালী জাতিই নিজ মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে। তাই রক্ত দিয়ে আজ বাংলা ভাষার মান সমুন্নত রাখার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত