খাগড়াছড়িতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ

Published: 21 Feb 2018   Wednesday   

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস বুধবার খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

একুশের  প্রথম প্রহরে খাগড়াছড়ি জেলা শহরের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

এরপর পর্যায়ক্রমে খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ, সদর সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খানসহ খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন,খাগড়াছড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এছাড়া খাগড়াছড়ি জেলা আ’লীগ, জাতীয় পার্টিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সব শ্রেনী-পেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ মিনারে শহীদদের স্বরণে পুষ্পার্ঘ অর্পন করেন।

 

এর আগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল হাতে জড়ো হয় জেলার সর্বস্তরের মানুষ।

 

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে প্রশাসনসহ সব শ্রেণি-পেশার মানুষ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত