কাপ্তাইয়ে শহীদ দিবস ও অার্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

Published: 21 Feb 2018   Wednesday   

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা অায়োজনের মধ্য দিয়ে বুধবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো শহীদ দিবস ও অার্ন্তজাতিক মাতৃভাষা দিবস।

 

রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। এসময় উপজেলা পরিষদ চেয়্যারম্যান দিলদার হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম,উপজেলা ভাইস চেয়্যারম্যান সুব্রত বিকাশ তঞ্চগ্যা, মহিলা ভাইস চেয়্যারম্যান নুর নাহার বেগম সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগনের অংশগ্রহনে প্রভাতফেরী,  র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দিবসটি উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে  প্রদর্শন করা হয় প্রামাণ্য চলচ্চিত্র।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত