এক মিনিটের চলচ্চিত্র নির্মাণের উপর রাঙামাটিতে চার দিন ব্যাপী কর্মশালা শুরু

Published: 22 Feb 2018   Thursday   

দেশব্যাপী ১২ থেকে ২০ বছর কিশোর-কিশোরীদের অংশ গ্রহনে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণের উপর রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে চার দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে।


জেলা শিল্পকলা মিলনায়তনে বাংলাদেশ শর্ট ফিলিম ফোরামের আয়োজনে এবং বাংলাদেশ মিল্পকলা একাডেমী ও ইউনিসেফেরে সহায়তায় কর্মশালায় বক্তব্যে দেন চলচ্চিত্র নির্মাতা ও কর্মশালার প্রশিক্ষক আবিদ মল্লিক। এসময় জেলা শিল্পকলা একাডেমীর কালচারার অফিসার অনুসিনথিয়া চাকমা, বাংলাদেশ শর্ট  ফিলিম ফোরামের কর্মকর্তা মাজহারুল ইসলাম, জুম থিয়েটারের পরিচালক নিরুপম চাকমা উপস্থিত ছিলেন। চার দিন ব্যাপী কর্মশালায় ২০ জন কিশোর-কিশোরী অংশ নিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত