কাপ্তাইয়ে বিপি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Published: 22 Feb 2018   Thursday   

স্বাউটস’র জনক রবার্ট ব্যাডেন পাওয়েল’র জন্মদিবস দিবস উপলক্ষে(বিপি দিবস) বৃহস্পতিবার র‌্যালী আলোচনা সভা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিষান কর্মসুচী পালন করা হয়।

 

বাংলাদেশ স্বাউটস কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে  উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই কর্মসুচীর উদ্বোধন করেন  উপজেলা স্বাউটস’র সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম । এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, উপজেলা তথ্য কর্মকর্তা মো: হারুন, কাপ্তাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু উপস্হিত ছিলেন।

 

উপজেলার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ জন স্বাউটস শিক্ষক এবং প্রতিটি বিদ্যালয় হতে ৮ জন করে স্কাউটস এই কর্মসুচীতে অংশ নেন।

 

উল্লেখ্য, স্কাউটস এর জনক রবার্ট ব্যাডেন পাওয়াল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ড শহরে জন্মগ্রহন করেন।  বিশ্ব ব্যাপী এ দিনটি বি.পি. দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত