রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের যাত্রা শুরু

Published: 22 Feb 2018   Thursday   

মহান বীর শহীদের নামে প্রথমবারের মত রাঙামাটিতে প্রতিষ্ঠা লাভ করলো ‘বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন’। রাঙামাটি শহরের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগী-উদ্যোমী এক ঝাঁক তরুন-তরুনীদের সমন্বয়ে এটি গঠন করা হয়েছে।


বুধবার একুশে ফেব্রুয়ারী ভোরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের যাত্রা শুরু করে। সময় ফাউন্ডেশনের উদ্যোক্তা পরিষদের সদস্যরা ছাড়াও প্রাথমিক সদস্যগণ উপস্থিত ছিলেন।


‘প্রেরণায় দেশ চেতনায় মুক্তিযুদ্ধ’ এই শ্লোগানে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন গঠন করার লক্ষ্যে ইতোমধ্যে উদ্যোক্তা পরিষদ গঠন করা হয়েছে। এর উদ্যোক্তা ও পরিচালক হচ্ছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র জীবনীগ্রন্থের লেখক ইয়াছিন রানা সোহেল। উদ্যোক্তা পরিষদের অন্য সদস্যরা হচ্ছেন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থী অর্নব বড়–য়া, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা সাবরিন আঁখি, রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মোঃ মোস্তফা আলম, মোঃ ইব্রাহিম রনি ও মাসুদ রানা রুবেল।


সংগঠনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল জানান এ প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে নানান কর্মসূচীর উদ্যোগ নেয়া হবে। শীঘ্রই একটি নির্বাহী পরিষদ গঠন করে এর কার্যক্রম শুরু করা হবে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত