রাঙামাটিতে পাঁচ দিন ব্যাপী দ্বিতীয় পার্বত্য বই মেলা শুরু

Published: 23 Feb 2018   Friday   

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার থেকে রাঙামাটিতে পাঁচ দিন ব্যাপী দ্বিতীয় পার্বত্য বই মেলা শুরু হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম লিটল ম্যাগ বই মেলা উদযাপন কমিটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বেলনু উড়িয়ে দ্বিতীয় পার্বত্য মেলার উদ্বোধন করেন বিশিষ্ট আদিবাসী সংগীত শিল্পী রনজিত দেওয়ান।


পরে জেলা শিল্পকলা মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। পার্বত্য চট্টগ্রাম লিটল ম্যাগ বই মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ইন্দ্র দত্ত তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি শিশির চাকমা, নারী নেত্রী জড়িতা চাকমা,বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের জেলা শাখার সাধারন সম্পাদক সমীরণ বড়ু–য়া। স্বাগত বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম লিটল ম্যাগ বই মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার।


জেলা শিল্পকলা একাডেমী চত্বরে পাচ দিন এই বই মেলায় আদিবাসী লেখকদের লেখা বই ছাড়াও বিভিন্ন লেখকদের নিয়ে বিভিন্ন ষ্টল দেয়া হয়েছে। আগামী মঙ্গলবার পর্ষন্ত এই বই মেলা চলবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত