ওয়াগ্গা পরিমল চন্দ্র তালুকদার প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Published: 24 Feb 2018   Saturday   

কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের পরিমল চন্দ্র তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও বন ভোজনের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জীত তনচংগ্যা।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা দেবাশিষ বিশ্বাস, সহকারি শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা,  সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কবির হোসেন, লাকি তনচংগ্যা। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মধু মঙ্গল তনচংগ্যা, শিক্ষিকা রিপনা তনচংগ্যা, হৃদয় তনচংগ্যা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মো: ইসমাইল হোসেন। শিশুদের মধ্যে  নাচ, গানসহ বিভিন্ন খেলাধূলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশিষ বিশ্বাস স্কুলের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ে চারজন শিক্ষককে স্থায়ীভাবে দেওয়ার বিষয়ে নিশ্চিত করেন।প্রধান অতিথি চিরন্জীত তনচংগ্যা স্কুলের চার পাশে বাউন্ডারি ওয়াল নির্নাণের ঘোষনা দেন। সভাপতির বক্তব্যে অরুন তালুকদার স্কুল প্রতিষ্ঠায় সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, ইউপি চেয়ারম্যান চিরন্জীত তনচংগ্যা, ইউপি সদস্য সুমন তনচংগ্যা,স্কুল পরিচালনা কমিটির সদস্য হৃদয় তনচংগ্যার সহযোগিতার বিষয়টি স্মরন করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সভাশেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

 

উল্লেখ্য, বিদ্যালয়টি ২০১৭ সালে সরকারি করন করা হলেও এখানে পাঁচজনের স্থলে প্রেসনে তিনজন শিক্ষক পাঠ দান করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত