পার্বত্য চট্টগ্রামে উন্নত জাতের বাঁশ বৃদ্ধিতে বাশ চাষ প্রকল্পের উদ্বোধন

Published: 25 Feb 2018   Sunday   

পাহাড়ের পতিত জমিতে বাঁশ চাষ বাড়াতে রোববার রাঙামাটিতে উন্নত জাতের বাঁশ উৎপাদন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মসূচী হিসেবে প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ও বাঁশ উৎপাদন প্রকল্পের পরিচালক শাহিনুল ইসলামের সভাপততিত্বে অনুষ্ঠানে বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরিদ আহমেদ বক্তব্য রাখেন।

 

সভায় জানানো হয়, আগামী ৫ বছরের জন্য তিন পার্বত্য জেলার ১৩ টি উপজেলায় এই বাঁশ উৎপাদন প্রকল্পের কার্যক্রম চলবে। প্রায় ২৩ কোটি টাকা টাকা ব্যয়ে প্রথম পর্যায়ের এই প্রকল্পের কাজ ২০২১ সালে শেষ হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত