এক মিনিটের চলচ্চিত্র নির্মাণের উপর রাঙামাটিতে চার দিন ব্যাপী কর্মশালার সনদপত্র বিতরণ

Published: 25 Feb 2018   Sunday   

দেশব্যাপী ১২ থেকে ২০ বছর কিশোর-কিশোরীদের অংশ গ্রহনে এক মিনিটের চলচ্চিত্র নির্মাণের উপর  রোববার রাঙামাটিতে চার দিন ব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে।


জেলা শিল্পকলা মিলনায়তনে বাংলাদেশ শর্ট ফিলিম ফোরামের আয়োজনে এবং বাংলাদেশ মিল্পকলা একাডেমী ও ইউনিসেফেরে সহায়তায় সনদ প্রত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা জাহান। প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি শিশির চাকমা, মৃত্তিকা চাকমা, নূরুল আবছার ও ইন্দ্র দত্ত তালুকদার। অনুষ্ঠানে বক্তব্যে দেন চলচ্চিত্র নির্মাতা ও প্রশিক্ষক আবিদ মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারার অফিসার অনুসিনথিয়া চাকমা। অনুষ্ঠান শেষে অংশ গ্রহনকারী ২০ জন কিশোর-কিশোরীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


সনদপত্র বিতরণ আগে চার দিন ব্যাপী কর্মশালায় অংশ গ্রহনকারী ২০ জন কিশোর-কিশোরীদের পরিচালনায় এক মিনিটের চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত