তথ্য অধিকার আইন ব্যবহার করে বস্তুনিষ্ট সংবাদ প্রচারের আহ্বান-নেপাল চন্দ্র সরকার

Published: 25 Feb 2018   Sunday   

তথ্য অধিকার আইন ব্যবহার করে বাস্তব ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়েছেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। 

 

রোববার খাগড়াছড়িতে তথ্য অধিকার আইন বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট আশুতোষ চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, মানুষের জন্য ফাইন্ডেশনের প্রতিনিধি জিয়াউল করিম। মানুষের জন্য ফাউন্ডেশন ও স্থানীয় তৃণমুল উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী এই কর্মশালায় বিভিন্ন সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠনের ২৫জন প্রতিনিধি অংশ নেন।


তথ্য কমিশনার আরো বলেন কোন সংবাদের কারণে কারো যদি সম্মানহানি হয় তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারবেন। সকল জনগনের কথা মাথায় রেখে তথ্য অধিকার আইন জারি করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত