কাপ্তাইয়ে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা

Published: 27 Feb 2018   Tuesday   

অনাকাঙ্ক্ষিত গর্ভধারন রোধকল্পে ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূরণীয় চাহিদা পূরনের লক্ষ্যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগাম এর আয়োজনে কাপ্তাই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা: রফিকুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নিতিশ চাকমা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা,  রাঙামাটি মা ও শিশু স্বাস্হ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: লেনিন ত্রিপুরা, পরিবার পরিকল্পনা বিভাগ রাঙামাটি এর ভারপ্রাপ্ত উপ পরিচালক ডা: বেবী ত্রিপুরা। কর্মশালা সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপোজ্জল চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত