বিলাইছড়ি ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ

Published: 28 Feb 2018   Wednesday   

বিলাইছড়িতে দুই সহোদরা মারমা তরুনীকে যৌন নিপীড়ন ও চাকমা রানী য়েন য়েনকে হেনস্থা করার অভিযোগ এনে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন  ও বিক্ষোভ-সমাবেশ করেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন।

 

এক প্রেস বার্তায় বলা হয়, গেল ২২ জানুয়ারি রাঙামাটির বিলাইছড়ি থানার ফারুয়া ইউনিয়নে দুই কিশোরী যৌন জড়িতদের শাস্তির দাবিতে এবং গেল  ১৫ ফেব্রুয়ারি ভিক্টিমদের সেবা শুশ্রূষা করতে যাওয়া চাকমা রানী ইয়েন ইয়েনকে হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন- জাবি সাংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং সাধারণ শিক্ষার্থীরা।

 

বিক্ষোভ মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে নতুন কলা ভবন হয়ে ট্রান্সপোর্ট চত্বর ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।  পরে সেখানে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট, বিএমএসসি ও ইন্ডিজেনাস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, বিলাছড়িতে যৌন নিপীড়নের ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ পার্বত্য থেকে সকল অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার ও পার্বত্য চুক্তির দ্রুত পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত