মাদকের অপব্যবহার ও নিয়ন্ত্রণে জনসচেতনা গড়তে রাঙামাটিতে তথ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিং

Published: 01 Mar 2018   Thursday   

মাদকের অপব্যবহার ও নিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনা গড়ে তোলার লক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে এক প্রেস ব্রিফিং এর করা হয়েছে।


জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম.রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, প্রবীন সাংবাদিক সুনীল দে, দৈনিক রাঙামাটির সম্পাদ আনোয়ারুল হক প্রমুখ বক্তব্যে রাখেন। প্রেস ব্রিফিং এ বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।


প্রেস ব্রিফিং এ বলা হয়, যুব সমাজকে মাদকের ছোবলের হাত রক্ষা করে রাঙামাটিকে একটি মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণনে জিরো টলারেন্সর জন্য জেলা প্রশাসন থেকে আইন-শৃংখলা বাহিনী কাজ করে যাচ্ছে।

 

এদিকে প্রেস ব্রিফিং এ বলা হয়েছে, গেল বছর আগষ্ট থেকেে চলতি বছর জানুয়ারী পর্ষন্ত রাঙামাটিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্চাযালয় ভ্রাম্যমান আদালতের মাধ্য  ১৯৬ টি অভিযান চালিয়েছে। মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে ৪০টি ও আটক করা হয়েছে ৩৯জনকে। এতে অর্থ দন্ড করা হয়েছে প্রায় ৪৭ হাজার টাকা। এছাড়া আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। উদ্বারকৃত মাদক দ্রব্যর মধ্যে রয়েছে গাজা, চোলাই মদ, ডিএস ও জাওয়া।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত